বিষয়: পবিত্রতা সংক্রান্ত ।

প্রশ্ন : আমি গরু জবাই করেছি যার কারণে আমার কাপড়ে এক বা দুই ফোঁটা রক্ত লেগেছে। এখন এমন কাপড় নিয়ে নামায আদায় করা যাবে কি না ?  باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর : প্রবাহিত রক্ত যেহেতু নাপাক ,তথাপি কাপড়ে দুই এক ফোঁটা রক্তসহ নামায আদায় করলে মাকরুহে তানযীহীর সাথে আদায় হয়ে যাবে ।     الادلة…

বিষয়: পবিত্রতা সংক্রান্ত

প্রশ্ন: বর্তমান সময়ে সিমেন্টের ফ্লোর ও টাইলস- এর নাপাকি ও কি শুকানো বা আছর দূর হওয়ার দ্বারা পাক হয়ে যাবে ?   باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর: সিমেন্টের মসৃণ ফ্লোর এবং টাইলস এর নাপাকি শুকানোর দ্বারা পাক হবে না বরং পানি দ্বারা ধৌত করতে হবে।   الادلة الشرعية الدرالمختار (1/513،514) مكتبة زكريا  قال الشامى بحثا:…

এমন অপবিত্র কাপড় যার নাপাকি শুকিয়ে চিহ্ন মুছে গেছে ,পবিত্র কোন কাপড়ের সাথে একই বালতীতে ভিজিয়ে পরিস্কার করার হুকুম কি?

 প্রশ্ন: এমন অপবিত্র কাপড় যার নাপাকি শুকিয়ে চিহ্ন মুছে গেছে ,পবিত্র কোন কাপড়ের সাথে একই বালতীতে ভিজিয়ে পরিস্কার করার হুকুম কি? باسمه تعالى حامدا و مصليا و مسلما উত্তর: পবিত্র এবং অপবিত্র কাপড় একই বালতীতে ভিজিয়ে পরিস্কার করলে,অপবিত্র কাপড়ের ন্যায় পবিত্র কাপড়ও তিন বার ধৌত করতে হবে।এবং প্রত্যেক বারই নিংড়াতে হবে। الأدلة الشرعية  قال العلامة الشيخ…