প্রশ্ন: বাকিতে বিক্রিত মালের উপর যাকাতের হুকুম কি ? باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর: ব্যবসায়ীক কোন পণ্য বাকিতে বিক্রয় করার পর এর পাওনা টাকা পৃথকভাবে বা অন্য যাকাতযোগ্য সম্পদের সাথে মিলে নিসাব পূর্ণ হলে যাকাত ওয়াজিব হবে। তবে চাইলে পাওনা টাকা উসূল হওয়ার আগেও যাকাত আদায় করতে পারবে, অথবা পরেও আদায় করতে পারে। বকেয়া টাকা…