প্রশ্ন: সুতরাহ্ ব্যতিত নামাযরত ব্যক্তির সামনে থেকে উঠে পড়া জায়েয আছে কি না? باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর: নামাযী ব্যক্তির সামনে থেকে ডানে বা বামে পাশ কেটে চলে যেতে কোন সমস্যা নেই। আর হাদীসের মধ্যে যে ধমকির কথা এসেছে তা নামাযী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে । الادلة الشرعية الدرالختار(2/401) مكتبة زكريا…
বিষয়: নামায সংক্রান্ত।
প্রশ্ন: আজকাল বাজারে অনেক পাতলা উড়না পাওয়া যায় যার ভেতর দিয়ে মাথার চুল পরিস্কার ভাবে দেখা যায়। তাহলে এই প্রকারের উড়না মাথায় দিয়ে মহিলারা নামায আদায় করতে পারবে কি না? باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর: সতর দৃষ্টি গোচর হয় এমন পাতলা কাপড়ে নামায আদায় করলে নামায সহীহ হবে না । الادلة الشرعية الفتاوى العالمكيرية (1/115)…
বিষয়: নামায সংক্রান্ত ।
প্রশ্ন: কোন ব্যক্তি ফযরের ফরজ নামাযের শেষে এসে সুন্নাত না পড়েই নামাযে শরীক হয়েছে, তাহলে ঐ ব্যক্তি ঐ সুন্নাত কে কোন সময় আদায় করবে ? باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর: ফযরের ছুটে যাওয়া সুন্নাত ইশরাকের সময় থেকে দ্বিপ্রহর পর্যন্ত যে কোন সময় আদায় করে নেয়ার সুযোগ রয়েছে । الادلة الشرعية سنن الترمذى (91)…
বিষয়: নামায সংক্রান্ত।
প্রশ্ন : নামাযী ব্যক্তি যদি দাঁতে লেগে থাকা খাবার খেয়ে ফেলে, তাহলে তার নামাযের হুকুম কি? باسمه تعالى جامدًا ومصليًا ومسلمًا উত্তর: দাঁতে লেগে থাকা খাবার যদি পরিমাণে ছোলা বুটের চেয়ে কম হয় তাহলে নামায সহীহ হয়ে যাবে । আর যদি ছোলা বুটের সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে নামায সহীহ হবে না । …
বিষয়: নামায সংক্রান্ত।
প্রশ্ন: ইমাম মাগরিবের নামাযে দুই তিন আয়াত আস্তে পড়ার পর জাহরী ক্বেরাতের কথা স্মরণ হয়, অত:পর তিনি শুরু থেকে বা ঐ জায়গা থেকে উঁচু আওয়াজে পড়েন। এমতাবস্থায় সিজদায়ে সাহু আবশ্যক হবে কি না ? باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর: ফরয নামাযের যে সকল রাকাতে ক্বেরাত জোরে বা আস্তে পড়ার বিধান রয়েছে , সেখানে ব্যতিক্রম হলে…
বিষয় : নামায সংক্রান্ত ।
প্রশ্ন : ট্রেনে সফর করার সময় খাবার পানি কাছে থাকলে উযু করার পরিমাণ পানি যদি না থাকে তাহলে নামাযের সময় সংকীর্ণতার সময় ট্রেনের গায়ে লেগে থাকা ধুলাবালি দ্বারা তায়াম্মুম করে নামায আদায় করার হুকুম কি ? باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর : বর্তমানে ট্রেনে পানির সুব্যবস্থা থাকায় তায়াম্মুম করে নামায আদায় করা সহীহ হবে না…
নামাজ প্রসঙ্গ।
প্রশ্ন:- নামাজের মধ্যে দু‘আ করার হুকুম কি? باسمه تعالى حامدا و مصليا و مسلما উত্তর একাকি নামাজে কুরআন হাদীসে বর্ণিত যেকোনো দু‘আ নামাজের মধ্যে করা যাবে। তবে আরবী ব্যতীত অন্য ভাষায় দু‘আ করা মাকরুহে তাহরীমী। তাই অন্য ভাষায় দু‘আ করলে নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব। এজন্য নামাজের মধ্যে উর্দূ এবং অন্য ভাষায় দু‘আ করা জায়েয নেই।…